জি আপনাকে বলছি মালোশিয়া আসলে বেতন কত পাবেন?
জি আপনাকে বলছি মালোশিয়া আসলে বেতন কত পাবেন?
প্রথম কথা হচ্ছে মালোশিয়ান গভমেন্ট আইন অনুযায়ী সকল কোম্পানির বেসিক ১৫০০ রিংগিত।
এই বেসিক আপনি ২৬ দিন সকাল ৮ থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাজ করলে পাবেন।
এবার মার্কেটে করেন,ফ্যাক্টুরীতে করেন, কনস্ট্রাকশনে করেন,প্লানটেশনে (পাম বাগানে) করেন,আর এগ্রিকালচারে(কৃষি কাজ) করেন।
মোট কথা মালোশিয়ার যেখানেই কাজ করেন বেসিক ১৫০০ রিংগিত।
এবার আসি ওভারটাইম:-
বলে রাখা ভালো গভমেন্ট ১৫০০ রিংগিত বেসিক করার পর অনেক কোম্পানি ওভারটাইম কমিয়ে দিয়েছে এটা দুঃখজনক!
মালোশিয়ায়
বেসিক প্রতিদিন ৫৭.৬৯ পয়সা।
প্রতি ঘন্টার বেসিক ৭.২১ পয়সা।
ওভারটাইমের ঘন্টা ১০.৮১ পয়সা।
ওভারটাইম এজেন্ট বা এজেন্সি যা বলবে তা আপনার কোম্পানিতে আসার পর নাও পেতে পারেন!
কারন কোন কোন এজেন্ট বা এজেন্সি লোকজনকে আকৃষ্ট করার জন্য খুশিতে ঠেলায় ভাল্লাগে !
সেজন্য ৪/৫ ঘন্টাও ওভারটাইম বলে পরে দেখা যায় ১ ঘন্টাও পায়!
২০১৭ কলিং এ আমার এক আত্মীয়ের বেলায় এমন হইছে বাস্তবটাই বললাম!
এবার পুরো বেতনের হিসেব নিজেই করে নেন?
১ ঘন্টা ওভারটাইম পেলে ২৬×১০.৮১=২৮১rm+ ১৫০০ --মোট বেতন=১৭৮১ rm
আজকের রেট ২৪.২৫ পয়সা ×১৭৮১=৪৩১৮৯ টাকা।
২ ঘন্টা ওভারটাইম পেলে ৫২ ঘন্টা=৫৬২+১৫০০
=২০৬২ ×২৪.২৫=
৫০,০০৬ টাকা।
আবারো বলছি ওভারটাইম হিসেব করে আসবেন না কারণ এটা রিযিকে থাকলে বেশিও হবে না থাকলে কমও হবে।
👉👉টাকার রেট কমলে বেতন কমবে টাকা রেট বাড়লে বেতন বাংলাদেশী টাকায় বাড়বে!
কামরুল হাসান বেপারী
বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশন
সিনিয়র সহ সভাপতি
Kazi Ismail
কোন মন্তব্য নেই