Header Ads

Header ADS

মহিলাদের পর্দা করা নিয়ে একটা শিক্ষণীয় গল্প


 পর্দার হুকুম নাযিল হয়েছিল রাতে। রাতে এই হুকুম সম্পর্কে অবহিত হওয়া সবার পক্ষে সম্ভব হয় নি!!

যে সকল নারীরা পর্দার হুকুম সম্পর্কে জানতে পেরে ছিলেন, তারা সকালে মসজিদে পর্দা করেই হাজির হলেন।

একজন মহিলা এ সংবাদ জানতে পারেনি। এ মহিলা মসজিদে উপস্থিত হয়ে অন্যান্য মহিলাদের দেখে, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? তোমাদের কি হল?

মহিলারা বললেন, রাতে পর্দার হুকুম নাযিল হয়েছে।

সেই মহিলা আফসোস করে বললেন, আহা! আমি তো এই সংবাদ জানতে পারিনি। সাথে সাথে একটি বাচ্চা কে বাড়ী পাঠিয়ে চাদর আনালেন।

মহিলা বাড়ী ফিরে যাওয়ার পর, তার স্বামী বললেন, এভাবে তাড়াহুড়া করার কি দরকার ছিলো?

.মহিলা বললেন...... আল্লাহর হুকুম শোনার পর তার নাফারমানির সাথে একটি কদম বাড়াতেও আমার সাহস হলো না। তাই বাচ্চাটিকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ! This is Submission...

আফসোস! আজ পর্দার আয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসা হলেও মানুষ অজুহাত দেখায়ঃ গরম সহ্য হয়না, শ্বাসকষ্ট, এখনও সময় হয়নি, বিয়ের পর পর্দা করবো..... আরো কত কিছু!?

অথচ 'আত্মসমর্পণ' মানেই হলো সর্বাবস্থায় বিনা যুক্তি তে আল্লাহর নির্দেশকে নিজের মতামতের উপরে স্থান দেওয়া।

আল্লাহ তা'আলার এতটুকু আদেশ মেনে নিতে পারিনা, সেই আমরাই কি করে আশা করি আল্লাহ আমাদের জান্নাতে ডেকে নেবেন?? আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। (আমিন)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.